Languages

থাইল্যান্ডে দেব ও ইধিকার উষ্ণ রসায়ন

ওয়েব ডেস্ক: কিশোরী গানে যে রোম্যান্স অসম্পূর্ণ ছিল ‘রঘু ডাকাত’ ছবির নতুন গান মুক্তি পেতেই ষোল কলা সম্পূর্ণ হল। দেব ও ইধিকার রসায়ন দর্শকদের পাগল করে দিয়েছে। এমন রোম্যান্স বহুদিন দেখেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ‘রঘু ডাকাত’ ছবির নতুন গান ‘ঝিলমিল লাগে রে’ গানে বাংলার ডাকাত সর্দার রোম্যান্স করছেন প্রেমিকা সৌদামিনীর সঙ্গে। গানটি মুক্তি পেতেই তা নিমেষে ভাইরাল।

এই গানে দেব নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন। তাঁর উন্মুক্ত সুঠাম শরীর থেকে দর্শকদের চোখ যে সরবে না। ‘ঝিলমিল লাগে’ গানে নজর কেড়েছেন ইধিকা। রঘু ডাকাত সিনেমায় ইধিকার বোল্ডনেস পাগল করে দেবে। সৌদামিনী ও রঘুর জমজমাট রসায়ন তুলে ধরা হয়েছে এই গানে।