ওয়েব ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞায় আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর বাতিল করা হয়েছে। গত ১৫ মে মুত্তাকির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফোনে কথা বলেন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে নয়াদিল্লি এবং কাবুলের মধ্যে সর্বোচ্চ স্তরের আলোচনা এটাই প্রথম ছিল। কিন্তু সেই সফল ও বাতিল করা হয়েছে।
গত ১৫ মে মুত্তাকির সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের ফোনে কথা হয়েছে। সেখানেই ভারত সফর নিয়ে কথা হয়েছিল বলে জানা গিয়েছে। চলতি মাসেই এই সফর হওয়ার কথা ছিল। এই সফরটি হলে তালেব সরকার ক্ষমতায় আসার পর প্রথম নয়া দিল্লি সফর হতো বলে জানা গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়ালকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। তবে তিনি বলেছেন,
আফগানিস্তানের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ভারত আফগান জনগণের আকাঙ্ক্ষা এবং উন্নয়নমূলক চাহিদাগুলোকে সমর্থন করে চলেছে। আফগান কর্তৃপক্ষের সঙ্গে ভারতের বন্ধুত্ব যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এই বিষয়ে কিছু জানা গেলে জানানো হবে।