ওয়েব ডেস্ক: প্রায় ১০৬ মাস পর রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হতে চলেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে এসএসসির ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সমস্ত দাগিদের বাদ দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। শুরু হতে চলেছে নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা।শনিবার এসএসসির পক্ষ থেকে একাধিক বিধি নিষেধের কথা জানানো হয়েছে। সেই সমস্ত বিধি নিষেধ মেনে শুরু হতে চলেছে পরীক্ষা।
পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র এবং সংলগ্ন এলাকায় সকাল থেকে শুরু হয়েছে। প্রতি সেন্টারে দুজন অফিসারের তত্ত্বাবধানে রয়েছেন পুলিশকর্মীরা। থাকছেন মহিলা পুলিশ ও। দুটি কেন্দ্র পিছু একটি করে কুইক রেসপন্স টিম রয়েছে। নজরদারিতে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড রাখা হয়েছে। কিছু জেলায় রয়েছে র্যাফ। এসডিপিও অফিসেও থাকবে বিশেষ বাহিনী।
এদিনের পরীক্ষা কে সচ্ছ করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুখ্য সচিব স্কুল শিক্ষার প্রধান সচিব বিনোদ কুমার এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে প্রস্তুতি বৈঠক সেরে নিয়েছেন। রাস্তায় প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা পরিকাঠাময় যাতে কোন সমস্যা না হয় সেই দিকেও খোঁজ নেওয়া হয়েছে।