ওয়েব ডেস্ক: প্রায় আট বছর পর পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে। ৭ সেপ্টেম্বর রবিবার রয়েছে নবম ও দশমের নিয়োগ পরীক্ষা। বিতর্কিত এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে পার করতে বদ্ধপরিকর ভেনু ইনচার্জজরা, সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে।পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে প্রাথমিক তল্লাশি হবে পরীক্ষার্থীদের।
এসএসসি পরীক্ষায় পাশ করে অনেকেই দীর্ঘদিন শিক্ষাকতা করেন বিদ্যালয়ে। পরে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে স্মরণাম্পন্ন হওয়ার পাশাপাশি রাজপথে আন্দোলনে নামেন শিক্ষক শিক্ষিকারা। আর এবার সেই বিতর্কিত এসএসসি পরীক্ষা হতে চলেছে আগামীকাল অর্থাৎ রবিবার।
রবিবার নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা অন্তত ৩ লাখ ১৯ হাজার। এই পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সতর্ক এসএসসি। পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে, শনিবার তা কড়া ভাবে জানিয়ে দিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে। তার আগে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষাকেন্দ্রে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে।
পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে। পরীক্ষাহলে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না। স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটরও নিয়ে যাওয়া যাবে না। জলের বোতল আনলে তা স্বচ্ছ হতে হবে। হতে হবে স্বচ্ছ কলমও। তবে এসএসসি-ও পরীক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করবে। অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে, তা-ও স্বচ্ছ হতে হবে।প্রশ্নপত্রও সুরক্ষিত। যদি কেউ বেআইনি ভাবে কিছু করার চেষ্টা করেন, আধঘণ্টার মধ্যে তিনি ধরা পড়ে যাবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান।