Languages

প্রাথমিক দুর্নীতি মামলায় আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথের,হেফাজত চাইল ED

ওয়েব ডেস্ক: প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় এবার আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। শনিবার ইডির বিশেষ আদালতে তিনি হাজিরা দেন। তাঁকে সাতদিনের জন্য হেফাজতে চায় ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, চন্দ্রনাথ সাক্ষীদের প্রভাবিত করছেন। মন্ত্রীর আইনজীবী সাতদিনের সময় চেয়েছেন। আদালত আপাতত তাঁকে শর্তসাপেক্ষে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। আগামী শুক্রবারের মধ্যে ইডির আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে চন্দ্রনাথকে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ইডি চার্জশিট জমা দিয়েছিল চন্দ্রনাথের বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায়ের পর সেই প্রথম কোনও মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস চন্দ্রনাথের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দেন।তাঁর বাড়িতেও তল্লাশি করে ইডি। ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয় তখন। ইডি দুবার হাজিরা দিতে বললে তা এড়িয়ে গিয়েছিলেন চন্দ্রনাথ। সেই তথ্য পেশ করার পরই কারামন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। আদালত ইডিকে নির্দেশ দেয়, চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে সমন জারি করতে হবে।