Languages

‘মোদি এখনও বন্ধুই’, বলছেন ট্রাম্প

ওয়েব ডেস্ক: ভারত এবং রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন বলে শুক্রবারই স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ তেল কেনায় ভারতের উপরে ক্ষুব্ধ ট্রাম্প। হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় ভারতকে হারিয়ে ফেলার জন্য কাকে দায়ি করেন তিনি? মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয় না আমরা ভারতকে হারিয়ে ফেলেছি। আমি খুব হতাশ কারণ রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। আমি তাদেরকে এটা জানিয়েছি।

কয়েক ঘণ্টার মধ্যে মত বদলে গেল ট্রাম্পের। ভারতকে হারাননি বলে জানিয়ে দিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সুসম্পর্কের উল্লেখও করলেন। সেই সঙ্গে বার্তা দিলেন ভারতের পণ্যে আরোপিত মার্কিন শুল্ক নিয়ে। ভারতের উপর আমরা খুব বড় একটা শুল্ক আরোপ করেছি— ৫০ শতাংশ। এটা খুবই চড়া শুল্ক। মোদির সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল, আপনারা তো সেটা জানেন। মাস দুয়েক আগেই উনি এখানে এসেছিলেন। এমনকি, আমরা রোজ় গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম।’’