Languages

চার দিনের মাথায় আবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার স্থানীয় সময় দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহ আগেই বিধ্বংসী কম্পনে মৃত্যু হয়েছিল ২,২০০-র বেশি মানুষের। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। এই পরিস্থিতিতেই ফের নতুন কম্পন চরম আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মনে।

শুক্রবার ভোর থেকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী হিন্দুকুশ পর্বতমালায় টানা তিনবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল যথাক্রমে ৪.৯, ৫.২ ও ৪.৬। মাত্র ২৪ ঘণ্টায় ছ’বার কেঁপে উঠল আফগান মাটি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মূলত নানগরহর প্রদেশের কামা জেলা। পাশাপাশি কুনার, লাঘমান ও নুরিস্তান প্রদেশেও কম্পনের প্রভাব পড়েছে। যদিও সর্বশেষ কম্পনে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট খবর এখনও পাওয়া যায়নি, তবে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত রবিবার গভীর রাতে ধারাবাহিক কম্পনে একের পর এক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভেঙে পড়েছিল অসংখ্য বাড়িঘর। মৃতের সংখ্যা দ্রুত বেড়ে ২,২০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন তিন হাজারেরও বেশি। তাঁদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে চলেছেন।

আন্তর্জাতিক মহল থেকে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়ানো হয়েছে। ভারতও দ্রুত ত্রাণ পাঠাতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, আফগানিস্তানকে সর্বতোভাবে মানবিক সহায়তা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, কাবুলে চাল, তাঁবু ও খাদ্যসামগ্রী বোঝাই ট্রাক ইতিমধ্যেই পাঠানো হয়েছে।