Languages

মহালয়া থেকেই দুর্যোগ? পুজোর দিনগুলিতে কেমন বৃষ্টির সম্ভাবনা?

ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর হাতে আর গোনা কয়েকদিন। তার আগেই বাংলার আকাশ ভেঙে পড়ছে টানা নিম্নচাপের কবলে। আপাতত বৃষ্টি থামার কোনও খবর দিচ্ছে না আবহাওয়া অফিস। একে এবার পুজো সেপ্টেম্বরে। তার উপর ঘূর্ণাবর্তের ঘনঘটা‌ । এবার মহালয়ার আগে, বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে চলেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং উত্তরবঙ্গে বৃষ্টির দাপট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হবে। ফলে উৎসবের দিনগুলিতেও বৃষ্টি ভিজিয়ে দিতে পারে পুজোর আনন্দ।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী বায়ু সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সক্রিয় থাকে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। তাই পুজোর দিনগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল। এ বছরের দুর্গাপুজোর সময়সূচি তুলনামূলক এগিয়ে এসেছে। বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার আগেই পুজো শুরু হয়ে যাবে। সে ক্ষেত্রে বর্ষার স্বাভাবিক বৃষ্টি চলতে পারে পুজোর দিনগুলিতেও। দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা ষষ্ঠী , ২৮ সেপ্টেম্বর তারিখে। , তবে মহালয়া (২১ সেপ্টেম্বর) থেকে উৎসবের আমেজ শুরু হয়ে যাবে। এই সময়টা আবহাওয়া নিরাশ করতে পারে মানুষকে।

আজ বৃহস্পতিবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। শুক্রবারও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। তবে শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। কিন্তু সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। শুক্রবার ও শনিবারও পরিস্থিতি একই রকম থাকবে। তবে রবিবার থেকে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।