Languages

মন্ত্রিসভার বৈঠকে নতুন ১৮ পদ তৈরির বার্তা

ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের অধীনে নতুন আরও ১৮টি নতুন পদ গঠন করার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকেই এমন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, রাজ্য সরকারের অধীনে আরও ১৮টি পদ হবে। তারমধ্যে কয়েকটি পদ নির্দিষ করা হয়েছে। আবার কিছু পদ নির্দিষ্ট করা বাকি রয়েছে। রাজ্য সরকারের অধীনে মৎস্য দফতরে ১টি, অর্থ দফতরে ২টি, নারী ও শিশু কল্যাণ দফতরে ১টি, বিদ্যালয় শিক্ষা দফতরে ১২টি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে একাধিক পদ হবে। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পদের সংখ্যার বিষয়টি এখনও নির্দিষ্ট করা যায়নি। এছাড়া স্বরাষ্ট্র দপ্তরে আরও ২টি। সব মিলিয়ে নতুন পদের সংখ্যা ১৮টি।

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরেই বসে বৈঠক। বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর ছিল। প্রশাসনিক কাজকর্মের বিষয়ে মন্ত্রীদের তিনি কোনও নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।