Languages

জিএসটি-তে কোন কোন দ্রব্যের কমলো দাম

ওয়েব ডেস্ক:ওয়েব ডেস্ক: ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে নবরাত্রী। তার আগেই মধ্যবিত্তের পকেটে স্বস্তি। উৎসবের মরশুমে ভালো খবর শোনাল কেন্দ্রীয় সরকার। জিএসটি স্ল্যাবের মধ্যে বড় পরিবর্তন এনেছে কেন্দ্র। একাধিক ক্ষেত্রে জিএসটির পরিমাণ কমিয়ে মধ্যবিত্তকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করা হয়েছে।
স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষনা করেছিলেন দিওয়ালির বড় উপহার দেওয়া হবে। দিওয়ালির অনেক আগেই সেই উপহার দিলেন। জি এস টি নিয়ে বড় উপহার আসতে চলেছে তা বোঝা দিয়ে গিয়েছিল। এবার সেটাই স্পষ্ট হল।

বুধবার সাংবাদিক সম্মেলনে এসে কোন কোন জিনিসের উপরে জিএসটি কমল তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানালেন সার, চামড়ার জিনিস, বস্ত্র শিল্পে কমল জিএসটি। গৃহস্থালির সকল জিনিস পত্র ৫ শতাংশ জিএসটির আওতায় আনা হয়েছে বলে জানালেন তিনি। পাশাপাশি জানিয়েছেন স্বাস্থ্যবীমা, জীবন বিমার উপরে জিএসটি মকুব করা হয়েছে। পনির, পাউরুটির উপরে জিএসটি শূন্য করা হয়েছে। পাশাপাশি ৩৩টি জীবনদায়ী ওষুধের উপর থেকে জিএসটি মকুব।৩৫০ সিসির বাইক, টিভি ও এসি ১৮ শতাংশ জিএসটির আওতায় আনা হয়েছে। দাম কমেছে হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, সেলাই মেশিন, ভুজিয়া, চকলেট, টুথপেস্ট,টুথব্রাশ,জামা কাপড়ের। দাম কমেছে মোটরবাইক, ট্রাক্টর সহ একাধিক অটোর যন্ত্রাংশের।
সব থেকেই বড় সুবিধার বিষয় স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে জিএসটি মুকব করা। এর ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়া থেকে অনেকটাই বাঁচবে বলে মনে করা হচ্ছে। প্রায় ১৭৫ টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমছে।