মহেন্দ্র সিং ধোনি মানেই ক্রিকেট দুনিয়ায় শান্ত, সংযত ও ঠান্ডা মাথার নেতা। তাঁর নামের সঙ্গেই জড়িয়ে আছে উপাধি—‘ক্যাপ্টেন কুল’। কিন্তু সেই ধোনিই যে কখনও মেজাজ হারান, তা সম্প্রতি প্রকাশ্যে আনলেন ভারতীয় পেসার মোহিত শর্মা।
এক সাক্ষাৎকারে মোহিত জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলার সময় মাঠেই ধোনির রাগের শিকার হয়েছিলেন তিনি। ঘটনাটি ছিল বেশ অস্বস্তিকর। মোহিতের কথায়, ধোনি আসলে ঈশ্বর পাণ্ডেকে বল করতে ডাকলেও তিনি ভেবে নেন, তাঁকেই ওভার করার জন্য বলা হয়েছে। রান-আপ শুরু করে দেওয়ার পর আম্পায়ার নিয়ম মেনে তাঁকেই বল করতে বলেন। আর তাতেই চটে যান ধোনি। মোহিত বলেন, “মাহি ভাই এতটাই রেগে গিয়েছিলেন যে, সবার সামনে আমায় যাতা বলতে শুরু করেন।”
তবে এর পরের ঘটনাই সবচেয়ে চমকপ্রদ। সেই ওভারেই প্রথম বলেই ইউসুফ পাঠানকে আউট করেছিলেন মোহিত। তবুও ধোনির রাগ কমেনি। সবাই যখন উইকেট পাওয়ার আনন্দে উল্লাস করছেন, তখনও ধোনি তাঁকে কড়া ভাষায় তিরস্কার করেছিলেন। যদিও, তাঁর ঠোঁটে তখনও একটি সামান্য হাসি লেগে ছিল।
মোহিত অবশ্য এটাও স্বীকার করেছেন যে ধোনি সাধারণত সহজে মেজাজ হারান না। তিনি বলেন, “মাহি ভাইকে রাগতে দেখা সত্যিই কঠিন। কিন্তু রেগে গেলে ব্যাপারটা ভয় ধরিয়ে দেয়, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য।”
২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির নেতৃত্বে খেলেছেন মোহিত শর্মা। এই সময়ে ৪৭টি ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৪ সালের আইপিএলে জিতেছিলেন বেগনি টুপি। এমনকি ২০১৫ সালের বিশ্বকাপেও ছিলেন ধোনির দলের অংশ। তবুও এই পথচলায় পাওয়া এক তিক্ত অভিজ্ঞতা এবার প্রকাশ্যে আনলেন মোহিত।