ওয়েব ডেস্ক: একদিনে পাকিস্তানের তিন জায়গায় বোমা বিস্ফোরণ। মৃত্যু হল কমপক্ষে ২৫ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। বালোচিস্তানে একটি রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণে ১৪ জন মারা গিয়েছেন। বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। এখনও পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
মঙ্গলবার বালোচিস্তানের কোয়েট্টায় একটি স্টেডিয়ামের বালোচিস্তান ন্যাশনাল পার্টি ওই সভার ডাক দিয়েছিল। স্টেডিয়ামের পার্কিং লটে কয়েকশো মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই আত্মঘাতী বিস্ফোরণ হয়। ১৪ জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। বালোচিস্তানেই ইরান সীমান্তের কাছে গতকাল আরও একটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পাঁচজন মারা যান। আধা সামরিক বাহিনীর একটি কনভয় যাওয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়। তাতে পাঁচ জওয়ান প্রাণ হারান। চারজন আহত হন। আবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা ঘাঁটির প্রবেশপথে চলে আসে আত্মঘাতী জঙ্গি। ওই আত্মঘাতী হামলায় ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে একদিনেই পাকিস্তানে বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু হয়েছে।