ওয়েব ডেস্ক: কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। এবার সেই গুজব নিয়ে খুব প্রকাশ করেছেন ট্রাম্প। বিগত কয়েকদিন ধরে এক্স হ্যান্ডেল সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।
নিজের মৃত্যুর গুজব নিয়ে ট্রাম্প জানিয়েছেন, এগুলো পাগলামি। এমন কিছু লেখা তিনি দেখেননি। মাঝের কয়েকদিন কোনো সম্মেলন করেননি ট্রাম্প। আর তার পরেই মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প ব্যঙ্গ করে আরও বলেন, ‘বাইডেন তো মাসের পর মাস প্রকাশ্যে আসতেন না। কেউ বলেনি তার কিছু হয়েছে, অথচ তিনি নাকি তখন দারুণ ফিট ছিলেন।
জানা গিয়েছে মৃত্যুর গুজব চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে একাধিক পোস্টও করেছেন। পাশাপাশি ওই সময় তিনি পোটোম্যাক নদীর ধারে নিজের ক্লাবে লোকজনের সঙ্গে দেখাও করেছেন। মার্কিন প্রেসিডেন্ট মৃত্যুর এই খবরকে সম্পূর্ণ ভুল বলে সংবাদ মাধ্যমকে আক্রমণ শানিয়েছেন।