Languages

উত্তম কুমারকে জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: মহানায়ক উত্তম কুমারের জন্ম দিবসেই তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্স পোস্ট করে তিনি লিখেছেন,চিরকালের মহানায়ক, বাংলা চলচ্চিত্র জগতের ধ্রুবতারা, উত্তম কুমারের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য।

টলিপাড়ায় বহু নায়ক তৈরি হয়েছেন, অভিনয়ে মানুষের মনও ছুঁয়েছেন। কিন্তু আজও বাঙালির মহানায়ক মানেই উত্তম কুমার। জন্মদিন হোক বা প্রয়াণ দিবস, বাঙালি সবসময় উত্তমময়।শুধু 24 জুলাই তাঁর প্রয়াণ দিবসে কিংবা 3 সেপ্টেম্বর তাঁর জন্মদিনে নয়, তাঁকে বাঙালি মনে রাখে প্রতিদিন, প্রতিক্ষণ। এই দিনে অবশ্য আনুষ্ঠানিকভাবে তাঁকে মনে করে বাঙালি।

বছরের পর বছর কেটে গেলেও প্রজন্মের পর প্রজন্ম তাঁকে মনে রেখেছে।একের পর এক হিট ছবি দিয়ে তরুণীদের মন কেড়েছেন যিনি, তাঁর কেরিয়ার কিন্তু শুরু হয়েছিল ফ্লপ ছবি দিয়েই। এখন যাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়, এক সময় তাকে ইন্ডাস্ট্রিতে ফ্লপমাস্টার জেনারেল ডাকা হতো। চিরকাল তাঁকে টানত অভিনয়, নাটকের মঞ্চ, রুপোলি পর্দা। কিন্তু একের পর এক ছবি বিফল হওয়ায়, অভিনয়ের কথা ছেড়ে দেবেন ভেবেছেন বহুবার। চুটিয়ে অভিনয় যেমন করতেন, কেমন চাকরিও করতেন।পাহাড়ি সান্যালের বসু পরিবার দিয়ে তার ভাগ্যের চাকা ঘুরেছিল। তারপর সাড়ে চুয়াত্তর থেকে শুরু করে একের পর এক হিট ছবি। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একসময়ের ফ্লপ মাস্টার আজকের মহানায়ক উত্তম কুমার।