ওয়েব ডেস্ক: মাত্র দুদিনের বিরতি। ফের কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। পরপর দুটি বড় ভূমিকম্পের জেরে বিধ্বস্ত হয়েছে আফগানিস্তান। রবিবারের পর মঙ্গলবার ফের কেঁপে উঠেছে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা।
রবিবারের ভূমিকম্পের জের এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। রবিবারের ধাক্কায় মৃতের সংখ্যা ইতিমধ্যে ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। হাজার হাজার ঘরবাড়িও ধসে পড়েছে। গৃহহীন হয়েছে বহু মানুষ। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার এর ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা আগের কম্পনের কাছাকাছি এলাকায় অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের কারণে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এরফলে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নতুন করে ভূমিকম্প হওয়ার কারণে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বেশিরভাগ ঘরবাড়ি ভেঙে পড়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা এলাকা। মানুষ নিজেরাই হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। রবিবারের ভূমিকম্পে যে সকল বাড়িঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলি মঙ্গলবারের ভূমিকম্পে সম্পূর্ণ ধসে পড়েছে।
ইউনিসেফ জানিয়েছে , হাজারো শিশু বিপদের মধ্যে আছে। এখন তাদের ওষুধ, গরম কাপড়, তাঁবু, টারপলিন, সাবান, স্যানিটারি পণ্য এবং জল সরবরাহ করা হচ্ছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে তালেবান সেনারাও। তবে সীমিত স্বাস্থ্যসেবা এবং বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল দুর্বল সংগঠন আফগানিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।