Languages

শিয়ালদহ ডিভিশনে নতুন ২ এসি লোকাল কবে থেকে ছুটবে? ঘোষণা রেলের

ওয়েব ডেস্ক: পুজোর আগেই বড় সুখবর। আগামী শুক্রবার থেকে শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল ট্রেনের সূচনা করা হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই নতুন এক জোড়া লোকাল ট্রেন চলাচল শুরু করবে। শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এই জোড়া এসি লোকাল চলাচল করবে। একমাস আগে শিয়ালদহ-রানাঘাট শাখায় প্রথম একটি এসি লোকাল ট্রেন চালানো শুরু করে পূর্ব রেল। যাত্রীদের মধ্যে এই ট্রেন ঘিরে যথেষ্ঠ উৎসাহ রয়েছে। সেই কারণেই এবার আরও দুটি এসি লোকাল চালু হচ্ছে বলে রেল সূত্রে খবর।

পুজোর আগে আরও দু’টি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন রুটে এসি লোকাল ট্রেন চালানো হবে। রবিবার এসি লোকাল ট্রেন চালানো হবে না। শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এসি লোকাল সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটি ১২টা ০৭ মিনিটে পৌঁছবে। বেলা দেড়টা নাগাদ কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ ট্রেনটি শিয়ালদহ পৌছবে।

শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল ট্রেনের ভাড়ার তালিকা:

বিধাননগর এবং দমদম যেতে ভাড়া লাগবে ৩৫ টাকা। শিয়ালদা থেকে বেলঘরিয়া পৌঁছাতে পকেট থেকে ৪০ টাকা খসবে। সোদপুর, খড়দা এবং ব্যারাকপুর যেতে ভাড়া লাগবে ৬০ টাকা। শ্যামনগরে সেই ভাড়াটা বেড়ে ৮৫ টাকায় ঠেকবে। শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত যেতে ৯০ টাকা লাগবে। শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল ট্রেনে চেপে কাঁচরাপাড়া এবং কল্যাণী পর্যন্ত যেতে লাগবে ৯৫ টাকা। কেউ যদি চাকদায় নামেন, তাহলে তাঁকে ১০৫ টাকার টিকিট কাটতে হবে। রানাঘাটে নামলে ১২০ টাকা ভাড়া লাগবে। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ভাড়া হল ১৪০ টাকা।

রানাঘাট স্টেশন থেকে এসি লোকাল ছেড়ে প্রথমে বনগাঁ জংশন স্টেশনে যাবে। প্রতিদিন রানাঘাট স্টেশন থেকে সকাল ৭টা ১১মিনিটে ওই ট্রেন ছাড়বে। বনগাঁ স্টেশনে ট্রেনটি পৌঁছবে সকাল ৮টা ৫২মিনিটে। বনগাঁ জংশন থেকে ওই ট্রেনটি তারপর ছেড়ে সকালে ৯টা ৩৭মিনিটে শিয়ালদহ স্টেশন ঢুকবে। সন্ধেবেলা ৬টা ১৪মিনিটে ওই ট্রেন শিয়ালদহ থেকে বনগাঁর দিকে যাত্রা শুরু করবে। রাত ৮টা ৪মিনিটে ওই ট্রেন বনগাঁ স্টেশনে পৌঁছবে। সেখান থেকে রানাঘাট স্টেশনে ওই ট্রেন পৌঁছবে রাত ৮টা ৪১ মিনিটে।