ওয়েব ডেস্ক: শিক্ষার অধিকার আইন খাতায় কলমেই। শিক্ষকের অভাবে লাটে ওঠার উপক্রম পশ্চিমবঙ্গের দু’হাজারের ওপর বিদ্যালয়ের। শিক্ষক অধিকার আইনে আছে বলা আছে, যাতে ২০০৯-এর শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক স্তরে প্রতি ৬০ জন পড়ুয়া-পিছু ২ জন শিক্ষক থাকেন। তবে শিক্ষক-সঙ্কটে ভোগা ২২১৫টি স্কুলের কোথায় কত পড়ুয়া, তার হিসাব দেওয়া হয়নি নির্দেশিকায়।
রাজ্যের ২২টি জেলায় দু’হাজারের বেশি প্রাথমিক স্কুলে শিক্ষকই নেই অথবা থাকলেও মোটে একজন করে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন! জানা গেল স্কুলশিক্ষা দফতরের এক নির্দেশিকাতেই।
মঙ্গলবার দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, “এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (ডিপিএসসি) চেয়ারপার্সনদের নির্দেশ দেওয়া হয়েছে, আশপাশের প্রাথমিক স্কুল থেকে অবিলম্বে উদ্বৃত্ত শিক্ষক-শিক্ষিকাদের অফলাইন বদলির ব্যবস্থা করতে হবে।