ওয়েব ডেস্ক: বুধবার থেকেই বন্ধ হচ্ছে ব্লু লাইনের শেষ মেট্রো, চরম ভোগান্তির আশঙ্কা। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার জন্য মেট্রো পরিষেবায় কিছু পরিবর্তন করতে হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ সেপ্টেম্বর কবি সুভাষ থেকে রাত ১০টা ৪০-এর স্পেশ্যাল মেট্রো আর চলবে না। ফলে শহিদ ক্ষুদিরাম থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪৩-এ, আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯টা ২৮-এ। যাত্রীদের ভোগান্তি বাড়াবে। যদিও কর্তৃপক্ষের দাবি, অপারেশনাল কারণেই এই বন্ধ রাখা হচ্ছে। সমস্ত মেট্রো সার্ভিস একসঙ্গে শেষ করার চেষ্টা।মেট্রো লাইনের মেরামতির সময় সীমা বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত।
মেট্রোর তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার জন্য মেট্রো পরিষেবায় কিছু পরিবর্তন করতে হয়েছে। পরিষেবাতেও প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ব্লু লাইনের রাতের মেট্রো চালানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে জারি করা বিবৃতিতে।
বিজ্ঞপ্তিতে মেট্রোর দাবি, পরীক্ষামূলকভাবে এই রাত ১০ টা ৪০ এর মেট্রো পরিষেবা চালানো হচ্ছিল। দমদম পর্যন্ত এই মেট্রোর পরিষেবা ছিল। সেটাই এবার বন্ধ করে দেওয়া হল।দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রীরা রাত ৯টা ২৮ এর মেট্রো পরিষেবা পাবেন। অন্যদিকে শহিদ ক্ষদিরাম থেকে দক্ষিনেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা বেজে ৩৪ মিনিটে।