Languages

সেমেস্টার পদ্ধতিতে প্রথম উচ্চ মাধ্যমিক, ইনভিজিলেটরকে হেনস্থা করলে বাতিল পরীক্ষা

ওয়েব ডেস্ক: সেমেস্টার পদ্ধতিতে প্রথম বার উচ্চ মাধ্যমিক আয়োজিত হতে চলেছে এ বছর। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমেস্টার। পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আজ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, কেউ যদি তৃতীয় সেমেস্টার পরীক্ষা দিতে না পারে তাহলে চতুর্থ সেমেস্টারে গিয়ে সে ওই পরীক্ষা সাপ্লিমেন্টারি দিতে পারবেন চতুর্থ সেমেস্টার সঙ্গে। প্রথমার্ধে চতুর্থ সেমেস্টার ও দ্বিতীয়ার্ধে তৃতীয় সেমেস্টার দেবে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাফ জানিয়েছেন, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না।

জানা গিয়েছে, স্পর্শকাতর ১২২টি কেন্দ্রের মধ্যে সর্বাধিক রয়েছে মালদা জেলায়। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরায় নজরদারি, স্পেশাল সার্ভেলেন্সের ব্যবস্থা থাকবে। সর্বাধিক স্পর্শকাতর কেন্দ্র রয়েছে মালদহে। এই কেন্দ্রগুলিতে ভিডিয়োগ্রাফি করার ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে পরিদর্শনের জন্য বিশেষ দল হাজির হতে পারেন।পরীক্ষা চলা কালে কোনও ভাবে ইনভিজিলেটর বা পরীক্ষক ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা কোনও কর্মীকে হেনস্থা করা হলে গোটা পরীক্ষাই বাতিল হয়ে যাবে অভিযুক্ত পরীক্ষার্থীর। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাফ জানিয়েছেন, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না। পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলেও পরীক্ষার্থীদের ‘আরএ’ করতে হবে। কী ঘটেছে, তা শিক্ষা সংসদকে ডিজ়িটাল সিস্টেমের মাধ্যমে জানানোর সুযোগ পাবেন পরীক্ষক বা ইনভিজিলেটর।

চলতি বছর তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৬০ হাজার জন। গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি, মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬.০৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, গোটা দেশে এই প্রথম বার দ্বাদশে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর, মোট ১২ দিন ধরে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা চলবে। প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ১১টা ১৫ পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা সম্পূর্ণ হবে। বৃত্তিমূলক বিষয় এবং মিউজিক ও ভিস্যুয়াল আর্টস পরীক্ষা শুরু হবে ১০টা থেকে, শেষ হবে ১০টা ৪৫ মিনিটে। পরীক্ষার হলে ১০ টা ৩০ মিনিটের মধ্যে ঢুকতে হবে।