Languages

নতুন ছবি সহ আধুনিক প্রযুক্তির Voter ID কার্ড

ওয়েব ডেস্ক: বিহারে SIR শেষ হয়েছে। এবার রাজ্যের প্রত্যেক ভোটারদের হাতে তুলে দেওয়া হবে নতুন প্রযুক্তি নির্ভর ভোটার কার্ড। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে। SIR শেষ হলেই ভোটার কার্ড বন্টনের দিনক্ষণ জানানো হবে। সূত্রে খবর, ভোটার তালিকার ফর্ম পূরণের সময় ভোটারদের কাছ থেকে তাদের লেটেস্ট ছবি চাওয়া হয়েছে। এই নতুন ছবি হবে নয়া ভোটার কার্ডে।

বিহারে ভোটারতালিকার নিবিড় সমীক্ষার (এসআইআর) ফর্ম গ্রহণ প্রক্রিয়া শেষ করল নির্বাচন কমিশন। নির্দিষ্ট ১১টি নথির ভিত্তিতে গত জুন মাসে ভোটার তালিকায় নতুন করে নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল। কমিশন সূত্রে জানা গিয়েছে, ৭ কোটি ২৩ লক্ষ আবেদন জমা পড়েছে। এসআইআর নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বলা ভাল, আপাতত জাতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে এই প্রক্রিয়াকে ঘিরেই। বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ ভাবে কমিশনের ভূমিকা, এসআইআর-এর প্রক্রিয়া নিয়ে সরব। এবার রাজ্যের প্রত্যেক ভোটারদের হাতে তুলে দেওয়া হবে নতুন প্রযুক্তি নির্ভর ভোটার কার্ড।

১ অগাস্ট প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, বর্তমানে বিহারে ৭.২৪ কোটি ভোটার রয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। নির্বাচন কমিশনের হিসাব বলছে, ফর্ম পাওয়া ভোটারদের মধ্যে ৯৯ শতাংশই নথি জমা দিয়ে দিয়েছেন। তালিকা থেকে নাম বাদ যাওয়ার জন্য ২ লাখ আবেদন জমা পড়েছে। ভোটার তালিকায় নাম যোগ করার জন্য ৩৩,৩২৬টি আবেদন জমা পড়েছে।