Languages

সুদানে ভয়াবহ ভূমিধসে জনশূন্য আস্ত গ্রাম, মৃত হাজারেরও বেশি

ওয়েব ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে। অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা।
সুদানের বিদ্রোহী গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে অতিভারী বৃষ্টির পর গত ৩১ অগাস্ট ধস নামে ধ্বংস হয়ে যায় মাউন্টেনস এলাকার তারাসিন নামে ওই গ্রামে। দুর্ঘটনার পর গোটা গ্রামকে গিলে নেয় মৃত্যু।ধসের জেরে মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে দ্য সুদান লিবারেশন মুভমেন্ট।

সুদানের উত্তর দারফুর রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আএসএফ) মধ্যে সংঘাত চলছে। সেখান থেকে পালিয়ে অনেক বাসিন্দা মারা মাউন্টেইনস এলাকায় আশ্রয় নিয়েছেন। এই এলাকায় খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে। সুদানে দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এতে দেশটির অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটের মধ্যে রয়েছেন। গৃহহীন হয়েছেন লাখ লাখ মানুষ।