Languages

তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলল সেনা

ওয়েব ডেস্ক: সেনার পক্ষ থেকে ধর্মতলায় খুলে দেওয়া হল তৃণমূলের প্রতিবাদ মঞ্চ। ধর্মতলার উপকন্ঠে ভাষা আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চ বেঁধেছিল তৃণমূল। এবার সেই মঞ্চ নিজে গিয়ে খুলে দিয়েছে সেনা। সোমবার দুপুরে আচমকাই মঞ্চের কাছে চলে যান সেনা। তারপরেই ভাষা আন্দোলনে বিরুদ্ধে প্রতিবাদের ব্যানার প্রথমে খুলে ফেলা হয়। তারপর মঞ্চের উঠে একে একে বাঁশ ও ত্রিপল খুলে ফেলা হয়েছে।

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের ওপরে হেনস্তার অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করেছেন। ধর্মতলাতেও ভাষা আন্দোলন করেছেন। কিন্তু অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার পরেও খোলা হয়নি মঞ্চ। সেনার পক্ষের দাবি, সময় পেরিয়ে যাওয়ায় এই মঞ্চ খুলে দেওয়া হয়েছে। সেনা নিজে গিয়ে সেই মঞ্চ খুলেছে। ব্যানারও খুলে দিতে দেখা গিয়েছে। ঘটনার সময় সেখআনে হাজির ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। সেনা আধিকারিকদের সঙ্গে তিনি কথাও বলেন। কিন্তু মঞ্চ খোলা কোনওভাবেই আটকায়নি।

বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতি শনিবার ও রবিবার অনুষ্ঠান হয়। গত রবিবারও হয়েছে। আগামী শনিবার ও রবিবারও অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই খুলে দেওয়া হয়েছে মঞ্চ। সূত্রের খবর, প্রথমে রয়েকজন সেনাকর্মী এসে কাজ শুরু করেছিলেন। পরে সেনার সংখ্যা বাড়ানো হয়েছে।