ওয়েব ডেস্ক: মহুয়ার মতো মানুষজন রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে। সোমবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে এই ভাবেই নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।তাঁর কথায়, মহুয়ার মতো মানুষজন রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন মহুয়া, ছত্তিশগড়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
তিনি আরো বলেছেন, মহুয়া মৈত্র রাজনীতি নিয়ে কম কথা বলেন, বাইরের বিষয় নিয়ে বেশি কথা বলেন, যাতে তিনি জনপ্রিয়তা অর্জন করতে পারেন। রাজনীতিতে এমন মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। এই লোকজন কেবল সময় নষ্ট করে এবং রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে।
এমনিতেই বিজেপিতে ব্রাত্যজনে পরিণত হয়েছেন দিলীপ ঘোষ। বড় কোন অনুষ্ঠান বা সভায় এখন তিনি আর ডাক পান না। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুরে গিয়েছেন কলকাতা হয়ে। সেখানেও ডাক পাননি তিনি। এর আগেও রাজ্যের দুটি সভা করেছেন প্রধানমন্ত্রী। সেখানেও ডাক পাননি। যদিও এই বিষয়ে অভিমান হলেও আমল দিতে নারাজ দিলীপ ঘোষ। তিনি বারবার বলেছেন, দল যা বলবে তিনি তাই করবেন। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যাবার পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দিলীপ ঘোষের। বিজেপির বড় সভায় যোগ না দিলেও রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েন না তিনি।