ওয়েব ডেস্ক: রবিবার রাতে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে অন্তত দু’টি আফটারশকে কেঁপে ওঠে পাকিস্তানের বিভিন্ন এলাকা। প্রভাব অনুভূত হয়েছে দিল্লিতেও।রবিবার মধ্যরাতে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে এবং সেখানে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে।
ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে কম্পন অনুভূত হয় গোটা পাকিস্তান ও উত্তর ভারতের দিল্লি পর্যন্ত। কম্পন অনুভূত হতেই লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। দিল্লির বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাতে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। ঘরবাড়ি কেঁপে ওঠে, লোকজন দৌড়ে বেরিয়ে আসে।
আফগানিস্তানের নানগারহার জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র নাকিবুল্লাহ রাহিমি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভূমিকম্পের জেরে অন্তত ৯ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। পরে রিপোর্টে জানা যায়, সকাল হতেই উদ্ধারকারী দল কয়েকশো মৃতদেহ উদ্ধার করেছে ধ্বংসস্তূপের নীচে থেকে।আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয় প্রশাসন এবং এলাকার মানুষ উদ্ধারকাজ চালাচ্ছে। রাজধানী এবং আশপাশের এলাকায় সাহায্যকারী দল গিয়েছে।
প্রথম কম্পনের প্রায় ২০ মিনিট পরে দ্বিতীয় কম্পন হয় একই এলাকায়। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৪.৫। এরপরে আরও একটি ৫.২ মাত্রার কম্পন হয়। শেষ দুটি কম্পনেরই উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। পাক সীমান্ত লাগোয়া এই প্রদেশের ভূমিকম্প পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অংশে টের পাওয়া যায়। দিল্লি এনসিআরের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। বিজ্ঞানীরা মনে করছেন, ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেট ধীরে ধীরে হলেও ঘন ঘন একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, আর তাই এই ঘন ঘন কম্পন।