আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু দিন। তবুও মহেন্দ্র সিং ধোনির নাম এদেশের ক্রিকেটপ্রেমীদের আলোচনায় প্রতিনিয়তই ঘোরে। শনিবার ফের নতুন করে জল্পনা ছড়িয়েছে—ধোনিকে কি আবারও দেখা যাবে ভারতীয় ক্রিকেটের কাঠামোয়? জাতীয় দলের কোচ হিসেবে নয়, বরং আরও বড়সড় কোনও ভূমিকায়?
ক্রিকেটমহলের একাংশের মতে, বোর্ডের ভেতরে থেকেই ধোনিকে ফিরিয়ে আনার ভাবনা ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, তাঁকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ জাতীয় পদে ভাবা হতে পারে। সেই ভূমিকায় থাকলে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন স্তরের দল তাঁর অধীনে থাকবে। তবে এটি এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা।
এর আগে ধোনিকে জাতীয় দলে মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সেই দায়িত্বে ছিলেন। যদিও ভারতের যাত্রা তখন গ্রুপ পর্যায়েই শেষ হয়ে যায়। এরপর ধোনি সরে দাঁড়ান। তবে অনেকের ধারণা, যদি এবার ফের তাঁকে নিয়ে ভাবা হয়, তবে নিঃসন্দেহে আরও বড় দায়িত্বই দেওয়া হবে।
তবে সব খবর যে একেবারেই নিশ্চিত, তা নয়। বোর্ডের আরেকটি শিবির জানিয়েছে, পুরো বিষয়টিই গুজব। তাদের মতে, দীর্ঘমেয়াদি প্রকল্পে ধোনিকে আনার কোনও আলোচনা হয়নি। ধোনি এ মুহূর্তে বিদেশে আছেন, আর তাঁকে নাকি কেবল প্রাথমিক প্রস্তাবই দেওয়া হয়েছে।