ওয়েব ডেস্ক: বিশেষত গৃহবধূদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের সুফল পেয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ও লোকসভা যে কোন নির্বাচনে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটাকেই বেছে নিয়েছেন। গত লোকসভা নির্বাচনে বাংলায় লক্ষীর ভান্ডারের কারণেই তৃণমূলের জয়জয়কার হয়েছে।
একাধিকবার এই প্রকল্পকে নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন। এবার বড় কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সৈনিক ছিলেন এই শুভেন্দু অধিকারী। দলনেত্রীর কথা মত কাজও করেছেন। কিন্তু পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর থেকে দলনেত্রীর বিরুদ্ধে একাধিক সুর চড়িয়েছেন। এবার হঠাৎ এমন কি বললেন?
তাঁর দাবি, আগামী ডিসেম্বরের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা ৫০০ টাকা বাড়িয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর এও দাবি, পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা ভোটের আগে একসঙ্গে এই টাকা বাড়াবে না। দফায় দফায় ১০০ বা ২০০ টাকা করে বাড়িয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত কোটা পূরণ করা হবে বলেও দাবি করেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।