Languages

দাগি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল SSC

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অবশেষে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের নাম। আদালতের তরফে সাত দিনের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই শনিবার কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয় তালিকা। এতে মোট ১,৮০৪ জনের নাম রয়েছে।

তালিকা প্রকাশকে ঘিরে এদিন কমিশনের দফতরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমে একটি তালিকা প্রকাশ করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে কমিশনের দফতরে পৌঁছন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পুনরায় নতুন তালিকা প্রকাশ করা হয়।

আগামী ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এসএসসির নিয়োগ পরীক্ষা। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা এবার সেই পরীক্ষায় বসতে পারবেন না। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল, নিয়োগে অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে এবং তাদের পরীক্ষা থেকে বিরত রাখতে হবে।