Languages

অঙ্কুশকে ইডির সমন, আগামী মাসে হাজিরা দিতে হবে

ওয়েব ডেস্ক: অঙ্কুশ হাজরাকে সমন ইডির। আগামী মাসে হাজিরা দিতে হবে। সূত্রের খবর, অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরেই অভিনেতা আইনি জটিলতায় পড়েছেন।

বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। তালিকায় রয়েছেন বেশ কয়েক জন অভিনেতা এবং নেটপ্রভাবী। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক তারকা। ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। এবার অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে ইডির সমন পেলেন অঙ্কুশ হাজরা! সূত্রের খবর, পুজোর আগেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।