ওয়েব ডেস্ক: ৩১ অগাস্ট, রবিবার ১৬ ঘণ্টার পুরোপুরি বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু। গত রবিবারও মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু।
কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম বসানো এবং বিদ্যাসাগর সেতুর কেবল ও বেয়ারিং বদল হবে। এর আগেও রবিবার করে এই কাজ হয়েছে এবং তার জন্য বন্ধ থেকে বিদ্যাসাগর সেতু। তেমনই ৩১ অগস্ট, ভোর ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত একাধিক রাস্তা বন্ধ ও ঘুরপথে চালানো হবে যান চলাচল। প্রতিদিন লক্ষ লক্ষ নাগরিক এই সেতু পারপার করেন। রবিবার ছুটির দিন হলেও, বিভিন্ন কারণে নিত্যযাত্রীরা বিদ্যাসাগর সেতু ব্যবহার করেন। রবিবার সেতু বন্ধ থাকায় ট্র্যাফিক নিয়ে বেশ কিছু নির্দেশ জারি করেছে কলকাতা পুলিশ।
লালবাজারের তরফে বিকল্প রাস্তাও বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এজেসি বোস রোড হয়ে যে গাড়িগুলো যাবে সেগুলো হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে পারবে। পুলিশ জানিয়েছে খিদিরপুর থেকে যে সব গাড়ি যাবে সেগুলো ১১ হাৰ্লং গেট, হেস্টিাস ক্রসিং এবং স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে পারবেন। বেহালা থেকে যাওয়া গাড়িগুলো মাঝেরহাট ব্রিজ-খিদিরপুর হয়ে স্ট্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে।
কোলাঘাট বা ডানকুনি থেকে কলকাতা যাওয়া গাড়ি কোনা এক্সপ্রেসওয়ে বা বিদ্যাসাগর সেতুতে উঠতে পারবে না। ওই গাড়িগুলিকে ধুলাগড়–নিবরা–সলপ হয়ে বিবেকানন্দ সেতু ধরতে হবে। কলকাতা থেকে হাওড়া আসা গাড়িগুলিও দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে পারবে না, তার বদলে হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ধরে আসতে হবে। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে নিবরার দিক থেকে আসা সব ছোট গাড়ি জগাছা–মাহিয়ারি রোড নিতে পারবে। কাজিপাড়া বা হ্যাংসাং ক্রসিংয়ের দিক থেকে আসা ছোট গাড়িগুলি অবশ্য সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।