ওয়েব ডেস্ক: সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য প্রার্থীদের তালিকা। এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে শনিবার অযোগ্য তথা টেন্টেড প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। শুক্রবার সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ১,৯০০ অযোগ্য শিক্ষকের নামের তালিকা তৈরি হয়েছে।
যোগ্য শিক্ষকদের মধ্যে যারা ফের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসবেন, তারা নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি, উভয় ক্ষেত্রেই সুযোগ পাবেন। তাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ডও ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। ফলে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষায় আর কোন বাধা রইল না।
বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে আদালত জানিয়েছে, একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে এসএসসিকে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার জানিয়েছেন, চিহ্নিত অযোগ্যরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। তালিকায় ঢুকলে ব্যবস্থা নেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনকে এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি।
অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে যাওয়া হয়েছে।এই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কোনও যুক্তি এর জন্য যথেষ্ট নয়। আদালতের নির্দেশ মানতে হবে। না মানলে কড়া হুঁশিয়ারি। আরও জানিয়েছে, নতুন নিয়োগে কড়া নজর রাখা হচ্ছে। কোনওরকম এদিক এদিক করা যাবে না। ৭দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য শিক্ষকদের তালিকা। সুপ্রিম নির্দেশের একদিন পরেই অযোগ্যদের তালিকা জমা দেওয়ার কথা জানিয়েছে কমিশন।