ওয়েব ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে চিন ও ভারত একসঙ্গে কাজ করবে। বর্তমানে জাপান শহরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে থাকাকালীন তিনি এমনই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতা আনতে ভারত ও চীনের একসাথে কাজ করা গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে কৌশলগত এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সব সময় নয়াদিল্লি প্রস্তুত।
তিনি বলেছেন, চিন ও ভারতের মতো দুই প্রতিবেশী দেশ তথা পৃথিবীর দুটি বৃহত্তম দেশ নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখলে আঞ্চলিক ও বিশ্বে শান্তি ও সমৃদ্ধির উপর প্রভাব ফেলতে পারে। চিনের সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে টোকিও থেকে এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিয়ানজিনে যাবেন। গত বছর কাজানে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোদি। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে স্থিতিশীল এবং ইতিবাচক অগ্রগতি হয়েছে। দুই প্রতিবেশী এবং পৃথিবীর দুটি বৃহত্তম দেশ হিসেবে ভারত ও চিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।
রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনের কথা বলতে গিয়ে মোদি বলেন, ভারত এই যুদ্ধের ব্যাপারে নীতিগত ও মানবিক অবস্থান বজায় রেখেছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি উভয়ই সমানভাবে প্রশংসা করেছেন মোদি।