Languages

আম্বানিদের গণপতি উৎসব মাতালেন রণবীর সিং

ওয়েব ডেস্ক: রণবীর সিং-এর এনার্জি বরাবরই ধরাছোঁয়ার বাইরে! এবার ফুল অন এনার্জিতে দেখা গেল আম্বানিদের বাসভবন অ্য়ান্টেলিয়ার গণেশ উৎসবে। তাঁকে সেখানে ‘দেবা শ্রী গণেশা’-তে নাচতেও দেখা গেল। পাপারাজ্জি পেজ থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে রণবীর পুরো জমিয়ে দিয়েছেন অনুষ্ঠান। হাইভোল্টেজ ডান্স পারফরম্যান্সে আম্বানিদের গণপতি উৎসব মাতালেন রণবীর।

বৃহস্পতিবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীর সিং মুম্বইয়ে আম্বানিদের বাড়ির গণেশপুজোয় হাজির হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, গণেশের মূর্তির সামনে শ্রদ্ধা জানাচ্ছেন। গণেশ মূর্তির সামনে মাথা নত করে, ভগবানের পাদদেশে ফুল অর্পণ করতেও দেখা যায় রণবীর-দীপিকাকে। দেখা মেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টেরও। যারা বাড়ির পুজোয় আসা অতিথিদের স্বাগত জানাচ্ছেন। রণবীর পুরো জমিয়ে দিয়েছেন অনুষ্ঠান। এথনিক পোশাকেই দেখা গেল রণবীরকে। ভিডিয়োতে গায়ককেও জড়িয়ে ধরতে দেখা যায় রণবীরকে। এমনকী, নাচের মাঝখানে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলে চিৎকারও করেন রণবীর সিং। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। যা দেখে নেটপাড়ার নাগরিকরাও অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ।