Languages

মণিপুরে গ্রেফতার চার জঙ্গি, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

 

ওয়েব ডেস্ক: মণিপুরে অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেফতার সহ বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। মণিপুরের কাংপোকপি জেলা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার মাওহিং এবং চাংউবুং গ্রামের মধ্যবর্তী জঙ্গলে পরিচালিত এক অভিযানে, একটি আমেরিকান এম১৬ রাইফেল এবং তার ম্যাগাজিন সহ ১০ রাউন্ড, একটি .৩০৩ রাইফেল, দুটি কোল্ট মেশিনগান বা সিএমজি, তিনটি পিস্তল, একটি .২২ রাইফেল, ছয়টি বোল্ট অ্যাকশন রাইফেল, দুটি শর্ট-ব্যারেলড রাইফেল, তিনটি ইম্প্রোভাইজড প্রজেক্টাইল লঞ্চার, দুটি হ্যান্ড গ্রেনেড এবং চারটি রেডিও সেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপনে জানতে পেরে কোটজিম গ্রামের আশেপাশে আরো একটি জায়গায় অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখানে একটি কার্বাইন, একটি সিঙ্গেল-ব্যারেল রাইফেল, তিনটি ইম্প্রোভাইজড মর্টার, দুটি হ্যান্ড গ্রেনেড এবং তিনটি পুল-মেকানিজম রাইফেল উদ্ধার করেছে। এদিকে, তেংনোপাল জেলার সীমান্তবর্তী শহর মোরেহ থেকে ট্রাকচালক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, চোরাচালান এবং জঙ্গিদের অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র রাখার কারণে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।