Languages

এসি ভলভোয় বনেদি বাড়ির পুজো পরিক্রমা, WBTC-র বিশেষ পরিষেবা

ওয়েব ডেস্ক: কলকাতার বনেদি বাড়ির পুজো-সহ বিশেষ দুর্গাপুজোগুলি ঘুরে দেখার বিশেষ ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। প্রতি বছরের ন্যায় এই বছরের ভলভো বাস পরিষেবার বিশেষ প্যাকেজ, জলপথে পুজো ঘুরে দেখার সুযোগ থাকছে। শহর ও শহরতলির একাধিক বাস টার্মিনাস থেকে ছাড়বে বাসগুলি।কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে চালু হবে বিশেষ পুজো পরিক্রমা প্যাকেজ। যার আওতায় থাকছে দর্শনার্থীদের জন্য বাস ও লঞ্চ পরিষেবার বিশেষ ব্যবস্থা।

সূত্রের খবর, সপ্তমী, অষ্টমী ও নবমীতে কলকাতার বনেদি বাড়ির পুজোগুলো ঘুরে দেখার জন্য এ বছর চালানো হবে শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাস। পুজোর দিনগুলো সকাল ৮টায় এসপ্ল্যানেড বাস ডিপো থেকে ছাড়বে এই বাস। জনপ্রতি ভাড়া ধার্য হয়েছে ২২০০ টাকা। যার মধ্যে সকালের ও দুপুরের খাবারও রয়েছে। হুগলি নদীতে ভ্রমণের ব্যবস্থাও করেছে পরিবহণ দফতর। সকাল ১১টায় মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছেড়ে প্রথমে হাওড়া জেটি ঘুরে আহিরিটোলা ঘাটে পৌঁছবে। সেখান থেকে দর্শনার্থীদের বাসে উত্তর কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় পুজো ঘুরিয়ে দেখানো হবে। এই ভ্রমণের খরচ জনপ্রতি ৯০০ টাকা। সময় লাগবে প্রায় পাঁচ ঘণ্টা।

কোন কোন বাড়িতে পুজো পরিক্রমা?

বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পুজো এবং সাবর্ণ রায় চৌধুরীর মেজো বাড়ির পুজো। শুধু কলকাতার মধ্যেই নয়, ভলভো বাসে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে বিভিন্ন জেলার জনপ্রিয় পুজো মণ্ডপেও। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট, বাঁকুড়ার জয়রামবাটি এবং হুগলির কামারপুকুর।