ওয়েব ডেস্ক: রবিবার বন্ধ থাকতে চলেছে মোট্রো পরিষেবা। মেট্রো সূত্রের খবর, মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ থাকতে চলেছে পরিষেবা। সূত্রের খবর, বিশেষ পরীক্ষার কারণে বন্ধ থাকতে চলেছে এই পরিষেবা। ফলে সপ্তাহান্তে ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা।
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ, সেখানে বলা হয়েছে, আগামী ৩০ অগাস্ট শনিবার রাত ১১টা থেকে ৩১ অগাস্ট রবিবার দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো। ওই সময় ক্ষুদিরাম স্টেশনে কাজ চলবে। ফলে রবিবার বিকেল ৪টের পর পরিষেবা আবার স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। তবে সেদিন মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার জন্য রবিবার সকাল সাতটায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে একটি মেট্রো। সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮ টা থেকে গ্রিন লাইনে (ইস্ট-ওয়েস্ট মেট্রো বা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো) মেট্রো পরিষেবা শুরু হবে।
প্রসঙ্গত, কলকাতা মেট্রোর ব্লু লাইনের স্টেশনগুলিতে নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে মেট্রো বিভ্রাট। কখনও মেট্রো দেরিতে আসছে, তো কখনও মেট্রোর রেকের দরজা বন্ধ হতে বিস্তর সময় লাগছে। কখনও টানেলে জল দাঁড়িয়ে যাচ্ছে তো কখনও যান্ত্রিক ত্রুটি। এমনকী নির্ধারিত সময়ের অনেক পড়ে পড়ে মিলছে পরিষেবা। যা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। মেট্রো বিভ্রাটের ফলে যাত্রীরা যানজট ও দেরিতে পৌঁছানোর শিকার হচ্ছেন। অন্যদিকে রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে ব্লু লাইনের প্রান্তিক স্টেশন এখন শহিদ ক্ষুদিরাম। ট্রেনের লাইন পরিবর্তনের সমস্যা থাকায় শহিদ ক্ষুদিরাম স্টেশনে আসা ট্রেনগুলো আবার দক্ষিণেশ্বরগামী হয়ে ফিরে যাচ্ছে। ফলে স্বাভাবিক ভাবেই শহিদ ক্ষুদিরাম স্টেশনে থেকে দক্ষিণেশ্বর ও দমদমগামী মেট্রোয় বাড়ছে ভিড়। এতে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। মেট্রোয় দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।