বুধবার আইপিএলকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। গণেশ চতুর্থীর শুভদিনে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অশ্বিন জানান, আইপিএলে তাঁর যাত্রা শেষ হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
অশ্বিন লিখেছেন, “আজ একটা বিশেষ দিন, তাই নতুন যাত্রা শুরু করতে চাই। প্রতিটি শেষের মধ্যেই একটা শুরু লুকিয়ে থাকে। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হল। তবে আমার অভিযান এখানেই থেমে যাচ্ছে না। এবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অপেক্ষায় রয়েছি। যেসব দলে খেলেছি, তাদের প্রতি কৃতজ্ঞ আমি। আইপিএল আর বিসিসিআই আমাকে যে জায়গায় এনে দিয়েছে, তা ভোলার নয়।”
আইপিএলে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসসহ একাধিক ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে খেলেছেন অশ্বিন। ভারতের জার্সিতেও ছিলেন বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে আইপিএল থেকে তাঁর অবসর ঘোষণার পর জোর জল্পনা শুরু হয়েছে, এবার কোন বিদেশি লিগে তাঁকে দেখা যাবে? শোনা যাচ্ছে, ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ যোগ দিতে পারেন তিনি।
উল্লেখ্য, বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোনও সক্রিয় ভারতীয় ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছরই অবসর নিয়েছেন অশ্বিন। এবার আইপিএল থেকেও সরে দাঁড়ানোয় তাঁর সামনে আর কোনও বাঁধা নেই। দীনেশ কার্তিকের মতো অশ্বিনও এবার বিদেশি লিগে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন কি না, তা নিয়েই ক্রিকেট মহলে বাড়ছে কৌতূহল।