Languages

আরজি করের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

ওয়েব ডেস্ক: আরজি কর-কাণ্ডের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই মামলা সংক্রান্ত নথি তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আরজি কর মামলায় নতুন করে তদন্তের আবেদন ও তদন্তে আদালতের নজরদারির আর্জি নিয়ে এবার শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চের পরিবর্তে মামলা আপাতত ডিভিশন বেঞ্চে হবে। তাঁর এজলাসে দায়ের মৃতের পরিবারের নতুন এই আবেদনের নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।

এই মামলার প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, সিবিআই এবং সাজাপ্রাপ্ত আসামী নতুন মামলা দায়ের করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং সেই মামলার শুনানি চলছে, তাই সিঙ্গল বেঞ্চের পরিবর্তে এই মামলা ডিভিশন বেঞ্চই শোনা কাম্য। তএব আরজি কর সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

প্রসঙ্গত, আরজি কর ইস্যুতে দায়ের ওই দুই মামলা বর্তমানে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নতুন করে তদন্তের দাবিতে পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে।