Languages

মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময় ফের মেট্রোয় বিভ্রাট। টালিগঞ্জ থেকে ব্রিজি স্টেশনের মধ্যে চলছে না ট্রেন। দীর্ঘক্ষণ ধরে চলছে না মেট্রো। অফিসটাইমে স্টেশনে স্টেশনে অপেক্ষায় বহু মানুষ। সকাল প্রায় সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোগান্তি। বৃহস্পতিবার সকাল ১০টার নাগাদ প্রায় আধ ঘণ্টা টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কোনও পরিষেবা পাওয়া যায়নি। ফলে যাত্রীরা যানজট ও দেরিতে পৌঁছানোর শিকার হচ্ছেন।

অফিস টাইমে প্রায়ই এমন সমস্যা পড়ছেন যাত্রীরা। পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ যাত্রীদের। জানা গিয়েছে, এদিন সকাল ১০ টার পর থেকে এই সমস্যা শুরু হয়েছে। কিন্তু কেন তা এখনও স্পষ্ট নয়। এমনকী মেট্রোর তরফেও এই নিয়ে কিছু জানানো হয়নি। যাত্রীদের অভিযোগ, প্রায় ৪০ মিনিট কেটে গেলেও মেট্রো পাওয়া যায়নি। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে স্টেশনে। যদিও দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক আছে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানান, পরিষেবা স্বাভাবিকই রয়েছে।

সোমবার থেকেই ব্লু লাইনে কিছু ট্রেন টালিগঞ্জ পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়া বাজার, বাঁশদ্রোণী থেকে হাওড়া বা শিয়ালদহ যাওয়ার পথেই এই প্রভাব পড়ছে। ট্রেনের নির্দিষ্ট সূচি প্রকাশ্যে না আসায় যাত্রীদের জন্য বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বর্তমানে সব মেট্রো শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাচ্ছে না। ফলে স্বাভাবিক ভাবেই শহিদ ক্ষুদিরাম স্টেশনে থেকে দক্ষিণেশ্বর ও দমদমগামী মেট্রোয় বাড়ছে ভিড়। এরই মধ্যে সকালে দীর্ঘক্ষণ মেট্রো টাইম মতো না আসার অভিযোগ তোলেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সময় মতো আসছে না মেট্রো অথচ কোনও ঘোষণা নেই। টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) পর্যন্ত মেট্রো পরিষেবা নিয়েই নয়, ‘ব্লু লাইন’ অর্থাৎ মেট্রোর মেন লাইনের সার্বিক পরিষেবা নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেন মেট্রোর একাধিক নিত্যযাত্রী।