Languages

কাশ্মীরে সেনা-পুলিশের যৌথ অভিযানে খতম ২ পাক জঙ্গি

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে দুই পাক জঙ্গি। এই আবহে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযানে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেয়। এই অভিযানে দুই জঙ্গিকে খতম করা হয়েছে।

সেনা সূত্রে খবর, পহেলগাঁও হামলার পর উপত্যকায় জোরকদমে চলছে জঙ্গিদমন অভিযান। জম্মু ও কাশ্মীরের বন্দিপোড়ার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। খবর পেয়ে সেখানে অভিযানে নামে সেনা এবং কাশ্মীর পুলিশ। তারপরই গুলি লড়াইয়ে নিকেশ করা হয়েছে ২ পাক জঙ্গিকে। নাশকতার ছক ভেস্তে দিয়ে ২ পাক জঙ্গিকে খতম করেছে সেনা এবং কাশ্মীর পুলিশ। এলাকা ঘিরে এখনও চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে সেনার তরফে এমনটাই জানানো হয়েছে।