Languages

ক্যানসারে আক্রান্ত প্রাক্তন অজি অধিনায়ক! জানালেন হাসপাতাল থেকে

আবারও ক্যানসারের বিরুদ্ধে লড়াই, আবারও একটা যুদ্ধ। তবে এই যুদ্ধে আজ অবধি পিছিয়ে আসেননি তিনি। বাইশ গজের মতোই লড়াই করে বারবার মৃত্যুকে পিছনে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৪৪ বছর বয়সী এই কিংবদন্তি ক্রিকেটার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সম্প্রতি তাঁর নাকের পাশে অস্ত্রোপচার করে ক্যানসার অপসারণ করা হয়েছে।

বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ক্লার্ক। সেখানে অস্ত্রোপচারের দাগ স্পষ্ট। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “ত্বকের ক্যানসার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরও একটি ক্যানসার বাদ দেওয়া হয়েছে।”

সবার উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তাঁর কথায়, “ত্বকের নিয়মিত পরীক্ষা করান। প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবসময় ভালো। আমার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়ায় দ্রুত চিকিৎসা সম্ভব হয়েছে। এর জন্য চিকিৎসকদের আমি কৃতজ্ঞ।”

ক্যানসারের সঙ্গে ক্লার্কের এই লড়াই নতুন নয়। প্রথমবার ২০০৬ সালে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়েছিল। তারপর থেকে প্রায় ১২ বার অস্ত্রোপচারের মাধ্যমে ক্যানসার অপসারণ করতে হয়েছে তাঁকে। গত বছরও তাঁর বুকে, কপালে এবং মুখে অস্ত্রোপচার হয়েছিল।

ত্বকের ক্যানসার নিয়ে সচেতনতা ছড়াতে ২০২৩ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছেন। ক্লার্ক জানান, তিনি বছরে অন্তত দু’বার পূর্ণাঙ্গ ত্বক পরীক্ষা করানোর চেষ্টা করেন। পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে অস্ট্রেলিয়াতেই ত্বকের ক্যানসারের প্রবণতা সর্বাধিক।