ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। এ বার IPL কেরিয়ারেও ইতি টানলেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এক্স হ্যান্ডেলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিজেই। অর্থাত্, অশ্বিনীকে আর IPL-এ দেখা যাবে না। দীর্ঘ আইপিএল ক্যারিয়ারের শেষ মৌসুমে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। টুইটে অশ্বিন লিখেছেন, আইপিএলে তাঁর অধ্যায় শেষ হলেও বিশ্বজুড়ে লিগে খেলার নতুন যাত্রা শুরু হচ্ছে। বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানান তিনি। তবে কি ক্রিকেটকে একেবারেই বিদায় জানাচ্ছেন না অশ্বিন। বরং নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি এই তারকা স্পিনার-অলরাউন্ডার। বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগে খেলার কথা জানিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডেলে অশ্বিন লিখেছেন,’প্রতিটি সমাপ্তির সঙ্গেই আসে এক নতুন সূচনা। আমার আইপিএল ক্রিকেটার হিসেবে সময়টা আজ শেষ হচ্ছে। তবে আজ থেকেই শুরু হচ্ছে খেলাটিকে নতুনভাবে আবিষ্কারের পথচলা, বিভিন্ন লিগে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের অধ্যায়। এই দীর্ঘ সময়ে পাওয়া অসাধারণ স্মৃতি আর সম্পর্কগুলির জন্য আমি সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাই। আমাকে এত কিছু দেওয়ার জন্য ধন্যবাদ IPL এবং BCCI-কে। এখন আমি মুখিয়ে আছি সামনে যা আসছে, সেটাকে উপভোগ করার জন্য এবং সর্বোচ্চটা দেওয়ার জন্য।