ওয়েব ডেস্ক: টানা ভারী বৃষ্টিতে ধসে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কাটরায় বৈষ্ণদেবী মন্দিরের যাত্রা পথে ভূমিধসে এখনও পর্যন্ত ৩১ জন নিহত। আহত হয়েছেন ২৩ জনের বেশি।বুধবার প্রবল বৃষ্টির মধ্যেও জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে শুধু বৈষ্ণোদেবী যাত্রাপথ নয়, ভারীবৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা জম্মু ও কাশ্মীর।
মঙ্গলবার দুপুর অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে বড়সড় ধস নামে। আচমকা পাহাড়ের ঢাল বেয়ে পাথর, বোল্ডার নেমে আসায় পুণ্যার্থীদের হুড়োহুড়ি পড়ে যায়।ত্রিকুটা পাহাড়ের মন্দিরে যাওয়ার রাস্তার একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। জম্মুতে সেতু ভেঙে পড়েছে, বিদ্যুতের লাইন এবং মোবাইল টাওয়ারগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখনও ধসের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে ধসের বিষয়ে জানিয়েছে বৈষ্ণোদেবী তীর্থ কর্তৃপক্ষও। জেলা প্রশাসন, জম্মু-কাশ্মীর পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের যৌথ বাহিনী উদ্ধারকাজ, ত্রাণের কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্তদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে খাবার, বিশুদ্ধ জল এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।