ওয়েব ডেস্ক: স্থল আর আকাশের পর এবার নৌশক্তিও বাড়াচ্ছে ভারত। মঙ্গলবার নতুন দু’টি জাহাজ যুক্ত হল ভারতীয় নৌবাহিনীতে। এবার কমিশন করা হল INS সুরত, INS নীলগিরি এবং INS ভাগশিরকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নৌবাহিনীর শীর্ষ অধিকর্তাদের উপস্থিতিতে এই আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি নামের দু’টি জাহাজকে কমিশন দেওয়া হল।
মঙ্গলবার বিশাখাপত্তনম বন্দরে ২ টি নীলগিরি ক্লাসের স্টিলথ ফ্রিগেট, আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুটি যুদ্ধজাহাজ প্রজেক্ট ১৭ আলফা (পি-১৭এ)-র অংশ। এই যুদ্ধ জাহাজগুলির অন্তর্ভুক্তির পর, ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে ভারতীয় নৌবাহিনী সমুদ্রে কেবল পাকিস্তানের মোকাবিলাই করবে না, বরং ভারত মহাসাগরের মধ্য দিয়ে যাওয়া গ্লোবাল শিপিং লাইন এবং ভারতীয় এনার্জি ট্রেডের রুটগুলিকেও সুরক্ষিত করবে। দু’টি জাহাজের ৭৫ শতাংশেরও বেশি দেশীয় সামগ্রীতে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতের দু’টি প্রধান জাহাজ নির্মাণ সংস্থার তৈরি দু’টি জাহাজের একই দিনে বাহিনীতে যুক্ত হওয়ার ঘটনা বিরল।