Languages

বৈষ্ণোদেবী দর্শনে গিয়ে মর্মান্তিক পরিণতি! ধসে চাপা পড়ে মৃত ১০

জম্মু ও কাশ্মীরে প্রবল বর্ষণে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে পাঁচজন বৈষ্ণোদেবী দর্শনে আসা তীর্থযাত্রী ধসের নিচে চাপা পড়ে মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। পরিস্থিতির গুরুত্ব বুঝে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত করেছে প্রশাসন।

মঙ্গলবার দুপুরে অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে পাহাড় ধসে যায়। আচমকা পাথর ও বোল্ডার গড়িয়ে নামায় তীর্থযাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বহু মানুষ ধসের নিচে চাপা পড়েন। উদ্ধারকার্য চালিয়ে পাঁচ জনের দেহ উদ্ধার হয়, পাশাপাশি আহত ১৪ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। বৈষ্ণোদেবী তীর্থ কর্তৃপক্ষও এক্স হ্যান্ডেলে ঘটনার কথা স্বীকার করেছে।

এর পাশাপাশি ডোডা জেলাতেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বান নেমে যায়, ভেসে গিয়েছে অন্তত ১০টি বাড়ি। চার জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ এখনও নিখোঁজ। তাউই নদীর জল বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

অতিরিক্ত বৃষ্টির জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে ভূমিধসের আশঙ্কায়। ডোডা জেলার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত, যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান ও কিস্তওয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল আগেই। বাস্তবে সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কাঠুয়ায় ১৫৫.৬ মিলিমিটার, ডোডার ভাদেরওয়ায় ৯৯.৮ মিলিমিটার এবং জম্মুতে ৮১.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, রাতভর বৃষ্টি চললে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই ধসপ্রবণ অঞ্চল থেকে মানুষদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।