Languages

ডবল ইঞ্জিন সরকার সবচেয়ে বড় চোর, কড়া আক্রমণ মমতার

ওয়েব ডেস্ক: মঙ্গলবার বর্ধমানের সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে সুর চড়িয়ে তাঁর প্রশ্ন, ”আপনার চেয়ারকে সম্মান করি, কিন্তু প্রশ্ন করতেই হবে, বাংলাকে চোর কেন বললেন প্রধানমন্ত্রী?” মমতার পালটা জবাব, ”আপনাদের ডবল ইঞ্জিন সরকার – উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সবচেয়ে বড় চোর। আপনি চোর সর্দারদের নিয়ে মিটিং করেন।”

বঞ্চনার জবাবে বারবার চুরির অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্র। শহরে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধনে এসেও প্রধানমন্ত্রী সেই একই অস্ত্রে শান দিয়েছেন। মঙ্গলবার বর্ধমানে প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি বললেন, ”বাংলাকে চোর কেন বললেন? চোর আপনাদের ডবল ইঞ্জিন সরকার। আর আপনারা ভোটের সময় পরিযায়ীর মতো আসেন বাংলায়। এসে চোর সর্দারদের সঙ্গে মিটিং করেন।” তিনি বলেন,দেশ স্বাধীন হওয়ার সময় আপনারা বাংলা, পঞ্জাব ভাগ করেছিলেন। পঞ্জাবেরও একটা দিকে পাকিস্তান আছে, তো কই সেটা তো বল না। আমাদের পাশে বাংলাদেশ আছে। এটা তো তোমরা করেছ। বাংলা ভাষা দ্বিতীয় বৃহত্তম ভাষা। অন্যান্য ভাষাকে আমরা সম্মান করি। তো বাংলা ভাষা বলব না কেন? ওরা বাংলাকে সহ্য করতেই পারে না। বাংলা দেখলে ওরা জ্বলে।”

তিনি বলেছেন,তিনি বলেছেন, বাংলার ছাত্র ছাত্রীদের মেধার শিক্ষক ও গবেষকদের মেধাকে গোটা বিশ্ব সম্মান করে। বাংলার অবদানের কথা ভুলবেন না। বাবাসাহেব আম্বেদকর সর্বপ্রথম এই বাংলা থেকেই সাংসদ হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। সারে জাঁহা সে আচ্ছা’র লেখক ইকবাল বাংলায় জন্মেছেন। বাংলায় শ্রমিকরা ভালো কাজ জানেন। সেইজন্য তাদের কাজ দেখে নিয়ে যাওয়া হয়েছে। দয়া করে নিয়ে যায়নি, দক্ষতা বিচার করেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে গিয়ে চলছে অত্যাতাচার। জামাই আদর করে ডেকে লাঞ্ছনা করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের। তিনি প্রশ্ন তুলেছেন,  কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নির্যাতিত হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের? পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার জন্য ফের আর্জি  জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেছেন শ্রমশ্রী ও কর্মশ্রী প্রকল্পের কথাও।