দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-এর নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির তল্লাশি। হাসপাতাল নির্মাণে বিরাট দুর্নীতির অভিযোগে শুরু হয়েছে এই তল্লাশি। মঙ্গলবার সকাল থেকে মোট ১৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, ওই জায়গাগুলিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কোন জায়গা থেকে কী কী বাজেয়াপ্ত হয়েছে, তা খোলসা করা হয়নি।
সৌরভ দিল্লির গ্রেটার কৈলাস বিধানসভা কেন্দ্রের তিন বারের বিধায়ক। দিল্লির পূর্বতন আপ সরকারের স্বাস্থ্য, নগরোন্নয়ন এবং জল দফতরের মন্ত্রী ছিলেন তিনি। দিল্লির জল বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি। সেই সৌরভের বাড়িতে সাত সকালে ইডি হানা দেওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, দিল্লিতে আপের সরকার চলাকালীন ২০১৮-১৯ সালে ২৪টি হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়। কথা ছিল ৬ মাসের মধ্যে আইসিইউ বেড-সহ হাসপাতালগুলি নির্মাণ হবে। তবে এতদিন পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। ১১টি নতুন হাসপাতালের কাজ শুরু হয়। আর ১৩টি হাসপাতালের মানোন্নয়নের কাজ শুরু হয়।
অভিযোগ, ওই প্রকল্পে ১১২৫ কোটি টাকা দিয়ে ৬৮০০ শয্যার একটি হাসপাতাল তৈরির কথা ছিল। সপাতাল তৈরির কাজ যখন মাঝপথে, তখনই প্রস্তাবিত অর্থের পুরোটা খরচ হয়ে যায়। এই বিষয়ে অভিযোগ দায়ের করেন দিল্লির তৎকালীন বিরোধী দলনেতা, বিজেপির বীরেন্দ্র সচদেব। সৌরভ এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে দুর্নীতিদমন শাখা। সৌরভদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সরকারি টাকা নয়ছয় করেছেন। সেই মামলার ভিত্তিতেই এদিন তল্লাশি অভিযানে নেমেছে ইডি। ভরদ্বাজের বাড়ি-সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ১৩ জায়গায় চলছে অভিযান।