ওয়েব ডেস্ক: মা-বাবা হতে চলেছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। সোমবার সকালে সুখবর দিলেন হবু মা পরিণীতি চোপড়া। ইনস্টাগ্রামে পোস্ট করে নতুন অতিথি আসার খবর দিলেন হবু মা।
বেশ কিছু দিন ধরেই পরিণীতির মা হওয়া না নিয়ে গুঞ্জন ঘুরছিল। পরিণীতিকে ঢিলেঢালা পোশাক পরতে দেখে, অনেকেরই মনে হয়েছিল পরিণীতি বোধহয় অন্তঃসত্ত্বা। পরিণীতি অবশ্য জানিয়েছিল, কেউ ঢিলে পোশাক পরছে মানেই মা হতে চলেছেন, এই ধারণা একেবারেই যুক্তিসঙ্গত নয়। পাশাপাশি জানিয়েছিলেন, সুখবর থাকলে নিশ্চয় তিনি জানাবেন। কথা রাখলেন পরিণীতি।
বাবা-মা হতে চলেছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট করে পরিণতি লিখেছেন, “আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করা সম্ভব না…।” প্রথম ছবিটি কেকের। কেকের উপর লেখা ১+১=৩। পাশে ছোট্ট দু’টি পায়ের ছাপ। দ্বিতীয় ভিডিয়োটি রাঘব-পরিণীতির দুজনে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে চলেছেন। নায়িকার পোস্টের কমেন্ট বক্সেই শুভেচ্ছা, ভালোবাসা ও শুভ কামনায় ভরিয়েছেন সকলে। পরিণীতির পোস্ট শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর, ভূমি পেডনেকর, অনন্যা পাণ্ডে-সহ বলিউডের অনেকই।