ওয়েব ডেস্ক: এবার ভোটারদের স্বার্থরক্ষায় নতুন যাত্রায় বেরিয়েছেন।রবিবার কংগ্রেস সাংসদ রাহল গান্ধীকে বুলেট বাইকে চড়ে আরারিয়া যেতে দেখা গেল। সঙ্গে ছিলেন আরজেডি সাংসদ তেজস্বী যাদবও।‘মহব্বতের দোকান’ খুলতে দেশজুড়ে যাত্রা শুরু করেছিলেন। বিহারের ‘ভোটার অধিকার যাত্রা’র মাঝেই রাহুল গান্ধীর বাইক থামিয়ে এক যুবক তাঁকে চুম্বন করেন! রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ওই যুবককে তৎক্ষণাৎ ধরে ফেলেন কংগ্রেস কর্মীরা। সপাটে চড় কষানোও হয়।
‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে এই র্যালির আয়োজন। রবিবার সকালে আরারিয়ার রাস্তায় সার বেঁধে বাইক ছুটছিল। তবে কর্মী-সমর্থকদের ভিড়ে বাইকগুলির গতি ছিল খুব কম। রাহুল, তেজস্বীদের দেখার জন্য রাস্তার দু’পাশেও ভিড় উপচে পড়েছিল। এদিন বাইক মিছিলের শুরু থেকেই তাঁর নিরাপত্তায় একাধিকবার ত্রুটি দেখা গিয়েছে। বিহার কংগ্রেস প্রেসিডেন্ট রাজেশ কুমারকে পিছনের সিটে বসিয়ে নিজেই বাইক চালিয়েছেন রাহুল। প্রবল ভিড়ের মধ্যে বাইক চালাতে থাকা রাহুলের হাত ধরেও টান দিতে দেখা গিয়েছে উৎসাহী আমজনতাকে। আচমকা সেই ভিড়ের মধ্যে থেকে এক যুবক ছুটে এসে রাহুলের বাইকের সামনে দাঁড়ান। বাইকের গতি কমে গেলে ওই যুবক রাহুলের গালে চুম্বন করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে রাহুলের চলন্ত বাইকের দিকে ছুটে আসছেন তিনি। বাইক চালাতে থাকা রাহুলকে জাপটে ধরেন, বাঁ গালে চুমুও দেন। কিছুটা বিস্মিত হয়ে পড়েন রাহুল। ঘটনার পর পরই কর্মী-সমর্থক এবং রাহুলের নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন ওই যুবককে।