Languages

দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কার সম্পত্তি কত দেখুন

ওয়েব ডেস্ক: দেশের সবথেকে ধনী ও দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রীই কে জানেন? তথ্য জানলে অবাক হয়ে যাবেন। নির্বাচন পর্যবেক্ষক সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (ADR) মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসাব-নিকেশ তুলে ধরেছে। এডিআরের তথ্য অনুযায়ী, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মিলিত সম্পত্তির পরিমাণ ১৬৩২ কোটি টাকা। সেই হিসাবে গড়ে মুখ্যমন্ত্রী পিছু সম্পত্তির পরিমাণ ৫৪.৪২ কোটি টাকা। তবে এর মধ্যে মাত্র দুইজন মুখ্যমন্ত্রীর সম্পত্তি ১০০ কোটিরও বেশি। বর্তমানে দেশে সব থেকে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫.৩৮ লক্ষ টাকা। দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী হিসাবে রিপোর্টে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নায়ডুর নাম।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর)-এর সদ্য প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। এ বারেই অবশ্য প্রথম নয়, এর আগে গতবছরের শেষদিকে প্রকাশিত এডিআর রিপোর্টেও দেশের দ্ররিদ্রতম মুখ্যমন্ত্রী ছিলেন মমতাই। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫.৩৮ লক্ষ টাকা। যার পুরোটাই নগদ, জমার মতো অস্থাবর সম্পত্তি। জমি, বাড়ির মতো স্থাবর সম্পত্তি তাঁর নেই। বেতন নেন না। সাংসদ পদের জন্য প্রাপ্ত পেনশনও নেন না। নিজের বই বিক্রি এবং গানের রয়্যালটি বিক্রিই তাঁর রোজগারের উৎস।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক আগেই নাম রয়েছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সম্পত্তির পরিমাণ ১.১৮ কোটি টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩১.৮ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৬.৯৫ লক্ষ টাকা।
বর্তমানে দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬৫ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তি ১৬৭ কোটি টাকা। ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর মোট সম্পত্তি ৫১ কোটি টাকা।