Languages

কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত, জানালেন বিদেশমন্ত্রী

ওয়েব ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনার ক্ষেত্রে ভারতের কিছু নির্দিষ্ট সীমা রয়েছে। এমন কথাই স্পষ্ট করে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বর্তমান সময়ে ভারত ও আমেরিকার সম্পর্কের মধ্যে সব থেকে বড় বিষয় শুল্ক। ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানো নিয়ে চলছে তরজা।

বিদেশ মন্ত্রী বলেছেন, দেশের কৃষক এবং ক্ষুদ্র উৎপাদক তথা ক্ষুদ্র শিল্পের স্বার্থ রক্ষার সঙ্গে কোনভাবেই আপোস করা হবে না। বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কি বিষয়ে আলোচনা হবে সেই কথা বলতে গিয়েই দেশের কৃষক এবং ক্ষুদ্র শিল্পের পাশেই দাঁড়িয়েছেন বিদেশ মন্ত্রী। তিনি আরো বলেছেন, দুই দেশের মধ্যে এখন সবথেকে বড় সমস্যা বাণিজ্য। দুপক্ষের মধ্যেই কথা চলছে। কিন্তু ভারতের ক্ষেত্রে কিছু সীমা রয়েছে। সেটা হল কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থ। সরকার হিসেবেই এই স্বার্থকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়ে ভারত কখনো কোন আপোষ করতে রাজি নয়।

ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার পর থেকে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছেছে। রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক অরোপ করা হয়েছে। তবে আমেরিকার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হলেও চিনের সঙ্গে সম্পর্ক এই সুযোগে উন্নত হয়েছে তা মানতে নারাজ বিদেশ মন্ত্রী।